গোটাপাড়া ইউনিয়নে আনুমানিক ৪টি ছোট-বড় রেকর্ডীয় খাল রয়েছে ও একটি নদী রয়েছে। বর্ষাকালে এসব খালের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাষিত হয়। এছাড়া এসকল খাল পণ্যপরিবহনসহ জনসাধারণের চলাচলের কাজে ব্যবহার হয়ে থাকে।
০১। ভৈরব নদী।
০২। আড়াল খাল।
০৩। কাটা খাল।
০৪। হালদারের খাল।
০৫। মোল্লার খাল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS